লেখা পাঠান editor.sristi@gmail.com – এই মেল আইডিতে।
লেখার বিষয়বস্তু বা শব্দসংখ্যা যা খুশি হতে পারে।
লেখা পাঠাতে হবে ইউনিকোডে ওয়ার্ড ফরম্যাটে। ইউনিকোড বাংলা লেখার জন্যে অভ্র কি বোর্ড ব্যবহার করতে পারেন। এছাড়া হাতে লিখে স্ক্যান করে পিডিএফ-ও পাঠানো যেতে পারে।
লেখা পাঠানোর পরে আমরা সাধারণত লেখার মনোনয়ন সম্পর্কে মেল করি। সৃষ্টি থেকে মেল না পেলে ওপরের মেল আইডিতে মেল করে খোঁজ নেওয়া যেতে পারে।
আপনার লেখাটির আগে বা পরে এই তথ্যগুলি উল্লেখ করুন – আপনার পুরো নাম (যে নামে লেখা প্রকাশ করতে চান), জন্মসাল, সংক্ষিপ্ত পরিচিতি, প্রকাশিত বই (যদি থেকে থাকে), আপনার ব্লগের ঠিকানা (যদি থেকে থাকে), আপনার ফোন নাম্বার।
সৃষ্টিতে লেখা পাঠানোর সময় অন্য ওয়েবম্যাগে প্রকাশিত লেখা না পাঠানোই বাঞ্ছনীয়। যে কোনও ছাপা পত্রিকায় যে কোনও সময়ে প্রকাশিত লেখা পাঠানো যেতে পারে। সোশাল মিডিয়ায় প্রকাশিত লেখা সূত্র উল্লেখ করে পাঠানো যেতে পারে।